Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৪ ১৫:১৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৮:৩৫

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ

উত্তর কোরিয়া একটি নতুন ও শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এটিই এখন পর্যন্ত সময়ের হিসেবে দীর্ঘতম উড্ডয়ন করেছে বলে ধারণা করা হচ্ছে। জলে পতিত হওয়ার আগে ৮৬ মিনিট আকাশে উড্ডয়ন করেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশটি তার পূর্ব উপকূলের সমুদ্রের দিকে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি বলেছেন, ‘উত্তর কোরিয়া নতুন ধরনের একটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যা ৪ হাজার ৩৫০ মাইল উচ্চতা স্পর্শ করে। এটি পূর্ববর্তী সকল উৎক্ষেপণের চেয়ে অনেক বেশি উচ্চতায় পৌঁছায়, যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উচ্চতার ১৭ গুণ বেশি।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক বিবৃতিতে জানান, এই উৎক্ষেপণ উপযুক্ত সামরিক কার্যকলাপ। তার শাসনব্যবস্থা কখনোই পারমাণবিক শক্তি বৃদ্ধি থামাবে না। কারণ উত্তর কোরিয়ার শত্রুরা কোনও কারণ ছাড়াই আঞ্চলিক পরিস্থিতি উত্তেজিত করছে।’

উত্তর কোরিয়া দীর্ঘ সময় ধরেই এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের উন্নয়নে কাজ করছে, যা যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম হবে। উত্তর কোরিয়া এই মিসাইলের উৎক্ষেপণ এমন সময় ঘটালো যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংয়ের রাশিয়ায় সেনা মোতায়েনের সমালোচনা করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি রয়েছে।

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র শন স্যাভেট এক বিবৃতিতে বলেছেন, ‘এটি শুধুমাত্র প্রমাণ করে যে (উত্তর কোরিয়া) তার জনগণের নিরাপত্তার থেকে তার বেআইনি অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে বেশি প্রাধান্য দিচ্ছে।’

উল্লেখ্য, পিয়ংইয়ং সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে জাতিসংঘের নিষেধাজ্ঞাকে অমান্য করে একটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছিল। সেসময় ক্ষেপণাস্ত্রটি ৭৩ উড্ডয়ন করেছিল যা প্রায় ১ হাজার কিলোমিটার উচ্চতা স্পর্শ করে।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর