Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৪ ২১:২১

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন। ছবি: সারাবাংলা

ঢাকা: কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ ‘ছাত্র-জনতা’ আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া আগুনে জাপা কার্যালয়ের নিচ তলার কয়েকটি রুম পুড়ে গেছে। নিচ তলায় জাপার ঢাকা মহানগর কার্যালয় এবং চেয়ারম্যান ও মহাসচিবের রুম ছিল।

জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম সারাবাংলাকে জানান, পার্টি অফিসের ১০০ গজ দূরে রামনা থানা। হামলার সময় পুলিশের কাছে সাহায্য চেয়েও পাওয়া যায়নি। এর পর সেনা ক্যাম্পে গিয়ে সেনা সদস্যদের মৌখিকভাবে জানালেও প্রথমে তারা ঘটনাস্থলে আসেনি। পরে রাত সাড়ে ৮টার দিকে সেনা সদস্যদের একটি দল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসে। তখন পুলিশেরও একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

আরও পড়ুন: জাপার সঙ্গে ছাত্র-জনতা’র সংঘর্ষ

জানা গেছে, আগামী শনিবার (২ নভেম্বর) জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ ডেকেছে। সন্ধ্যায় সেই সমাবেশের প্রস্তুতি সভা চলছিল। জাপার নেতাকর্মীরা বলছে, সভার সময় ছাত্ররা প্রথমে হামলা চালায়। তখন জাতীয় পার্টির নেতাকর্মীরা তা প্রতিহত করে। এরপর ‘ছাত্র-জনতা’ সংঘবদ্ধ হয়ে জাতীয় পার্টি অফিসে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারের ১৫ বছর বিরোধীদলের ভূমিকা পালন করে। বৈষম্যবিরোধী ছাত্রদের কাছে জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে চিহ্নিত হয়েছে। কিছুদিন আগে গণঅধিকার পরিষদের প্রধান নুরুল হক নুরু জিএম কাদেরকে গ্রেফতারের দাবি তোলেন। এর পর বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়করাও জিএম কাদেরসহ দলের নেতাদের গ্রেফতারের জন্য সরকারের কাছে দাবি জানান। এর জের ধরে সম্প্রতি রংপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের অবাঞ্ছিত ঘোষণা করে রংপুর জাতীয় পার্টি। ওই সময় তারা বিক্ষোভ মিছিল করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

আগুন কেন্দ্রীয় কার্যালয় জাতীয় পার্টি টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

মোস্তাফিজকে রাখল না চেন্নাই
৩১ অক্টোবর ২০২৪ ২২:০৯

আরো

সম্পর্কিত খবর