Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিং ব্যর্থতায় টপ অর্ডারকে দুষলেন শান্ত

স্পোর্টস ডেস্ক
১ নভেম্বর ২০২৪ ০৯:১২

ব্যাটিং ব্যর্থতায় বিপর্যস্ত বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে যেখানে দক্ষিণ আফ্রিকা গড়েছিল রানের পাহাড়, সেখানে দুই ইনিংস মিলিয়েও তাদের স্কোরের ধারেকাছে যেতে পারেনি বাংলাদেশ। ম্যাচের তৃতীয় দিনে দুইবার অলআউট হয়ে ইনিংস ও ২৭৩ রানের রেকর্ড ব্যবধানে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছেন তারা। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলছেন, টপ অর্ডারের ব্যর্থতার কারণেই দলের পুরো ব্যাটিং লাইনআপ ভালো পারফর্ম করতে পারছে না।

পাকিস্তানের বিপক্ষে দারুণ এক সিরিজ জয়ে উড়ছিল বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে ব্যাকফুটে ছিলেন শান্তরা। লক্ষ্য ছিল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ কিছু করে ঘুরে দাঁড়ানোর। সেটা তো হয়ইনি, উল্টো বাজেভাবে সিরিজ হেরে নানা সমালোচনার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। বিশেষ করে চট্টগ্রাম টেস্টে ব্যাটিং পিচে দলের ব্যাটারদের ব্যর্থতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

বিজ্ঞাপন

শান্ত বলছেন, টপ অর্ডার ভালো না করলে বড় স্কোর গড়া সম্ভব হয়ে ওঠে না, ‘আমাদের ব্যক্তিগত পারফরম্যান্স হচ্ছে। মোমিনুল ভাই একাই বড় স্কোর করল, আমরা কেউ তাকে সাহায্য করতে পারলাম না। যে ৩-৪ জন আমরা টপে ব্যাটিং করি, সেখানে একটা জুটি হলেও বাকিদের সাহায্য হয়। পাকিস্তানের বিপক্ষেও আমাদের ২৬ রানে ৬ উইকেট চলে গিয়েছিল, কিন্তু ম্যাচ জিতেছিলাম। তবে টপ অর্ডারের রান পাওয়াটা জরুরি, তাহলেই দল নিয়মিত ভালো করবে।’

২০২৪ সালটা একদমই ভালো যাচ্ছে না শান্তর। ৮ ম্যাচে মাত্র একটি হাফ সেঞ্চুরিতে ২১.১৩ গড়ে করেছেন ৩১৭ রান। ৮ ম্যাচের ৬টিতেই হেরেছে দল। শান্ত নিজের ব্যর্থতাও মাথা পেতে নিয়েছেন, ‘অবশ্যই এই দায় আমার উপরেও বর্তায়। যেহেতু উপরের দিকে ব্যাট করি, আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব রান করা। গত বেশ কয়েকটি ইনিংসে ২০ থেকে ৪০ এর মাঝে আউট হচ্ছি। সেটা দলের জন্য ক্ষতির কারণ। এই জায়গায় আরও মনোযোগ রেখে খেলা উচিত। আমার ব্যাটিং দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা শান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর