Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাওড়ায় বাজি পোড়াতে গিয়ে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর ২০২৪ ২২:০৭

প্রতীকী ছবি

ভারতের হাওড়া জেলার উলুবেড়িয়াতে আনন্দ করে বাজি পোড়াতে গিয়ে অসাবধানতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার (১ নভেম্বর) এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, উলুবেড়িয়ার গঙ্গারামপুরের একটি বাড়িতে প্রচুর বাজি মজুত ছিল। তা পোড়াতে গিয়ে আচমকা অগ্নিকাণ্ড ঘটে।

গঙ্গারামপুরে বাড়িতে ঘরের মধ্যেই ছিল ওই তিনজন। ফুলঝুরি, মোমবাতি জ্বালাচ্ছিল ওই দুই শিশু। সেই সময় হঠাৎ আগুন লেগে যায়। ঘরের ভিতরে আটকে পড়ে তারা। ততক্ষণে লেলিহান আগুন গ্রাস করে নেয় বাড়িটি। প্রতিবেশীরাই খবর দেন ফায়ার সার্ভিস ও পুলিশেবাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় ৬ ও ৮ বছরের দুই শিশুকে। আরও একজনের দেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স ১৪ বলে জানা গিয়েছে। ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।

এ ঘটনায় ওই বাড়িটির সামনের অংশ আগুনে পুড়ে গেছে। সেই সঙ্গে বাড়ির পাশের একটি দোকান পুড়ে গেছে। বাড়ির ভিতরের আসবাবও পুড়ে গিয়েছে।

সারাবাংলা/এইচআই

অগ্নিকাণ্ডের ঘটনা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর