Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেঙ্গালুরুর হয়ে অন্তত একটি আইপিএল জিততে চান কোহলি

স্পোর্টস ডেস্ক
২ নভেম্বর ২০২৪ ১০:৪৩

বিরাট কোহলি

আইপিএলের জন্মলগ্ন থেকেই তিনি খেলেছেন একটি ফ্র্যাঞ্চাইজিতে। বেঙ্গালুরুর হয়ে ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত আইপিএলের প্রতিটি মৌসুম খেললেও একবারো শিরোপাটা ছুঁয়ে দেখা হয়নি বিরাট কোহলির। আসন্ন আইপিএলকে সামনে রেখে ৩ বছরের জন্য তাকে আবারো দলে রেখে দিয়েছে বেঙ্গালুরু। কোহলি বলছেন, আগামী ৩ মৌসুমে অন্তত একবার আইপিএল জিততে চান তিনি।

২০০৮ সালের প্রথম মৌসুম থেকে এখন পর্যন্ত প্রতিটি আসরেই বেঙ্গালুরুর হয়ে খেলেছেন কোহলি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক তিনি। অধিনায়ক হিসেবেও লম্বা সময় দলের দায়িত্ব পালন করেছেন কোহলি। বেশ কয়েকবার শিরোপার কাছে গিয়েও সেটা ছুঁয়ে দেখা হয়নি তার।

বিজ্ঞাপন

নতুন মৌসুমের আগে বেঙ্গালুরু তাকে আবারো দলে রেখে দেওয়ার পর কোহলি জানালেন, এবার অন্তত একটা শিরোপা তার চাই, ‘আরসিবি আবারো তিন বছরের জন্য আমাকে ধরে রেখেছে। আমি এতে বরাবরের মতোই রোমাঞ্চিত। সবাই জানে আরসিবির গুরুত্ব আমার কাছে কতোটা বেশি। এটা বিশেষ একটা সম্পর্ক, যা আরো শক্তিশালী হবে। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা আমার কাছে বিশেষ কিছু। এবার অন্তত একটি শিরোপা জিততে চাই দলের হয়ে।’

২১ কোটি রুপিতে রিটেইন হয়ে রেকর্ড গড়েছেন কোহলি। বেঙ্গালুরুর হয়ে সামনের দিনগুলোতেও নিজের সেরাটা দিতে চান কোহলি, ‘সবসময়ের মতো সামনের দিনগুলোতেও আমরা নিজেদের সেরাটা দেবো। আমরা যেভাবে ক্রিকেট খেলি তাতে সবাই গর্ব বোধ করবে। আমরা ভক্তদের প্রতি কৃতজ্ঞ বছরের পর বছর আমাদের সমর্থন জানিয়ে যাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি তাদের সাথে দেখা হবে।’

সারাবাংলা/এফএম

আইপিএল বিরাট কোহলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর