মোবাইল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
২ নভেম্বর ২০২৪ ১৫:৫৯ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ১৬:০১
ঢাকা: রাজধানীর কামরাঙ্গিরচড় নবীনগর এলাকায় একটি ভবনের পাঁচতলায় মোবাইল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পরে নুর হোসেন ওরফে নুরা (২৩) নামে এক যুবক মারা গেছে।
শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কামরাঙ্গিরচড় নবীনগর আসাদুজ্জামানের এর বাড়িতে ঘটনাটি ঘটে। তিনি ঘটনাস্থলেই মারা যান। শনিবার (২ নভেম্বর) ভোর সারে ৫টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
কামরাঙ্গিরচড় থানার উপ পরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, মৃত নুর হোসেন ওরফে নুরা একজন চোর, ছিনতাইকারী ও বখাটে প্রকৃতির ছিল। সে কামরাঙ্গিরচড় ঝাউচড় বড় মসজিদ গলিতে থাকতো।
এসআই আরো জানান, শুক্রবার (১ নভেম্বর) রাতে নবীনগর এলাকায় আসাদুজ্জামান আসাদের ৫ তলার বাসার বারান্দা দিয়ে মোবাইল ফোন চুরি করে নুর। পরে নামতে গিয়ে পাশের বিদ্যুতের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে নিচে পরে মারা যায়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
সারাবাংলা/এসএসআর/এনজে