Friday 06 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৪ ১৭:০৪ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ১৯:২২

ছুরিকাঘাতে নিহত শ্রমিক আসাদুল ইসলাম আসাদ (৩৫)

যশোর: যশোরে ছুরিকাঘাতে আসাদুল ইসলাম আসাদ (৩৫) নামে এক পরিবহন শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই শ্রমিকের।

নিহত আসাদ শহরের খড়কি দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহর থেকে বাড়ি ফিরছিলো আসাদুল ইসলাম। পথে ধর্মতলা এলাকায় তাকে দুর্বৃত্তরা ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তিনি জ্ঞান হারিয়ে রাস্তার পাশে পড়ে ছিলেন।

সকাল ৬ টার দিকে পথচারীরা তাকে ধর্মতলা রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এখানে আসাদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১ টার দিকে মারা যান।

স্থানীয়রা জানান, নিহত আসাদুল পরিহন শ্রমিক ছিলেন। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয় তবে পুলিশের দাবি তদন্ত না হওয়া পযর্ন্ত হত্যার কারণ বলা যাচ্ছে না।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন আর রশিদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে খোঁজ খবর নিয়েছে।

সারাবাংলা/এসডব্লিউআর

ছুরিকাঘাত যশোর শ্রমিক নিহত

বিজ্ঞাপন

পালটে গেছে তাদের জীবন
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৫

মুক্তিযুদ্ধে ফেনীর অবদান
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৩

ছাত্র মৈত্রীর গৌরবের ৪৪ বছর
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭

আরো

সম্পর্কিত খবর