Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবরেই বিমানবন্দর থানায় গ্রেফতার ৭৮ ছিনতাইকারী

সিনিয়র করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৪ ১৯:০৮

৭৮ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ।

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে অক্টোবর মাসে মোট ৭৮ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ।

গ্রেফতার হওয়া আসামীরা হলেন, মনিরুজ্জামান (৩৪), মো. দুঃখু মিয়া (৩০), মো. জাহাঙ্গীর গাজী (৫৫), মো. আমিনুল ইসলাম (৩০), মো. রাকিব (২৩), মো. মহসিন (৪৬), মো. ইসমাইল হোসেন ওরফে কালু (৩৭), মো. সোহাগ (২৫), মো. আকাশ ইসলাম (২৬), মো. কাউসার (৩৩), মো. সহিদ (৪১), মো. তাজুল ইসলাম (৪২), মো. ইকবাল হোসেন (৩০), মো. রানা (২৩), মো. শরীফ (২৯), মো. মারুফ আকমল সজীব (১৮), মো. হিরা(২১), মো. আলফাজ হোসেন জনি (৩৯), রুবেল (২৫), মো. লিটন(২০), মো. খোকন (৩৮), মো. মানিক (৪১), মো. আমিনুর রহমান (৩২), মো. মনি মিয়া (৩৫), মো. শাহাদাত হোসেন(৩২), মো. খোকন (৩৮), ২৭। মো. মাসুদ শেখ(৩০), মো. মনির(২১), মো. শাহিন মিয়া (২৪), মো. সেলিম ইসলাম (২২), মো. রনি (২২), মো. সজিব মন্ডল (২৯), মো. রাকিবুল ইসলাম (২২), মো. রাসেল (২৮), মো. রিফাত (১৮), মো. হাসান (২৯), জয়নাল উদ্দীন মিঠু (৪১), মো. জয় (২২), মো. হৃদয়(২৫), সুমন মিয়া(৩৮), বাবু শেখ (৪৪), মো. সোহেল ওরফে মুরগী সোহেল (২১), রাজা হোসেন বিশাল (১৯), মো. দুলু মিয়া (৩২), মো. সোহাগ মিয়া (২৭), মো. মুন্না(২৩), মোঃ ইমরান শেখ (২৩), ইখলাছ পালন (৩০), মোঃ রাকিব @ সোহেল (২৩), মো. মমিন (৫৭), মো. ইসমাইল হোসেন (১৮), মো. ইসমাইল হোসেন (৩৪), মো. রফিকুল ইসলাম (৩৫), মো. নূর আলম (২৮), মো. রাজু আহমেদ ওরফে জাহিদ (৩১), অন্তর মিয়া (২১), গোলাম নবী (৩২), মো. কামরুল শরীফ (২১), মো. মারুফ সুমন (২১), মো. কাউসার (২২), মো. সাব্বির হোসেন (২২), মো. জুয়েল (২২), মো. মিন্টু (৩৫), মো. আজিজুল হক (৩৬), মো. রাসেল ঢালী (২৭), মোরশেদ (২৬), মো. সাব্বির হোসেন (২৩), মো. সানোয়ার হোসেন (৪০), মো. স্বপন আলী (২৭), মো. নাহিদ (২১), মো. নুরুজ্জামান (৪৮), মো. লাবু মিয়া (৩৯), আব্দুর রাজ্জাক (৪৩), আলী আকবর (৩২), মো. হৃদয় মঞ্জিল (২১), মো.সাকিব (২২), মো.জয় (২২) ও মো. সুমন ওরফে সুমন আলী ওরফে মনিরুজ্জামান সুমন সরদার (২১)।

বিজ্ঞাপন

বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, গত অক্টোবর মাসে বিমানবন্দর গোলচত্বর এলাকাসহ থানাধীন বিভিন্ন এলাকায় পথচারী এবং বিদেশগামী যাত্রীদের মূল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ।

ছিনতাই প্রতিরোধে গোলচত্বর এলাকাসহ থানাধীন বিভিন্ন জায়গায় বিমানবন্দর থানা পুলিশের বিশেষ টিম নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

সূত্র আরও জানায়, গ্রেফতার প্রায় প্রত্যেকের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট গ্রেফতারদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন।

ডিএমপির গণমাধ্যম বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান জানিয়েছেন, বিমানবন্দর থানা এলাকায় অভিযানের পাশাপাশি পুরো রাজধানীতে ছিনতাইকারীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউআর

গ্রেফতার ছিনতাই ডিএমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর