Friday 06 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে যুবদলের সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৪ ২০:৫২ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ২০:৫৫

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বান্দরবানে যুব সমাবেশ। ছবি: সারাবাংলা।

বান্দরবান: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বান্দরবানে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকেলে লামা উপজেলা পরিষদ তত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

লামা উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী।

লামা উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন রফিকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক ওসমান গণি, হ্লাগ্যচিং মারমা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান আকবর মোমিনসহ অঙ্গ সংগঠনের নেতারা।

সমাবেশে প্রধান অতিথি সাচিং প্রু জেরী বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র দেখতে পাচ্ছি। গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্রের শেষ হয় নাই, নতুন করে ষড়যন্ত্রের দানা বাঁধছে। গণতন্ত্রের ধারাবাকিহতা অব্যাহত রাখতে তিনি অতিদ্রুত নির্বাচনের দাবি জানান।

তিনি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, আমাদের দ্বারা যেন সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। এসময় তিনি বিএনপি নেতাদের সকল প্রকার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

এর আগে যুব সমাবেশ উপলক্ষ্যে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে এসে শেষ হয়।

সারাবাংলা/এসআর

বান্দরবান যুবদলের সমাবেশ সাচিং প্রু জেরী

বিজ্ঞাপন

পালটে গেছে তাদের জীবন
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৫

মুক্তিযুদ্ধে ফেনীর অবদান
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৩

ছাত্র মৈত্রীর গৌরবের ৪৪ বছর
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭

আরো

সম্পর্কিত খবর