গাজায় ৪৮ ঘণ্টায় ৫০ জনেরও বেশি শিশু নিহত
৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৩ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ১২:০৭
বিগত ৪৮ ঘন্টার মধ্যে উত্তর গাজার জাবালিয়াতে ইসরায়েলি হামলায় ৫০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে।
গাজা উপত্যকায় এই নির্বিচারে হামলার নিন্দা জানিয়েছে ইউনিসেফ।
এর আগে ইসরায়েলি বাহিনী গাজা শহরের একটি পোলিও টিকা কেন্দ্রে একটি স্টান গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। যাতে অন্তত চারজন শিশু আহত হয়।
এদিকে, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি দেশটির উত্তরে ইসরায়েলের একজন নাগরিককে অপহরণের তদন্তের আহ্বান জানিয়েছেন।
ইসরাইলের একজন সামরিক কর্মকর্তা জানান, নৌবাহিনী লেবাননের বাতরুন শহরে হিজবুল্লাহর একজন সিনিয়র সদস্যকে আটক করেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলার ঘটনা শুরু হয়েছে যা এখনও চলমান। এতে কমপক্ষে ৪৩,৩১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১,০২,০১৯ মানুষ আহত হয়েছে।
হামাসের নেতৃত্বাধীন হামলার সময় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি বন্দী হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২,৯৬৮ জন নিহত এবং ১৩,৩১৯ জন আহত হয়েছে।
সারাবাংলা/এসডব্লিউআর