Sunday 15 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন নির্বাচন: শুরু হয়েছে দোদুল্যমান রাজ্যের ভোট

আন্তর্জাতিক ডেস্ক
৩ নভেম্বর ২০২৪ ১০:০২ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ১০:০৩

চলছে কঠোর প্রতিযোগিতা, শুরু হয়েছে দোদুল্যমান রাজ্যের ভোট

আসছে আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তবে ইতোমধ্যে কিছু অঙ্গরাজ্যে আগাম ভোট প্রদান শুরু হয়ে গেছে।

‘সেভেন সিস্টার্স’ হিসেবে পরিচিত এই ৭টি অঙ্গরাজ্য হলো অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন। এগুলোকে একসঙ্গে ‘সুইং স্টেট’ বা ‘ব্যাটলগ্রাউন্ড’ নামেও ডাকা হয়।

ইতিহাসের দিকে ফিরলে দেখা যায়, প্রেসিডেন্ট নির্বাচনে এইসব অঙ্গরাজ্যগুলোর ভোট অন্যতম বড় প্রভাব ফেলে। এবারও এই ভোট বিজয় এনে দিতে পারে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস বা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে।

সেই যাত্রায় জয় লাভ করতে শেষ মুহূর্তের প্রচারে নেমেছেন কমলা ও ট্রাম্প। জনগণের আস্থা জোগাতে ও ভোট জয়ের আশায় এসব অঙ্গরাজ্যে চষে বেড়াচ্ছেন তারা।

বিজ্ঞাপন

তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে ট্রাম্প–সমর্থক ইলন মাস্কের মতো ধনকুবেররাও। পছন্দের প্রার্থীর পাশে এসে দাঁড়িয়েছেন তারকারাও।

চলছে দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোট।

সর্বশেষ ফলাফল ও জরিপ অনুযায়ী, দুই প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সুতরাং যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবে তা বলা সত্যিই মুশকিল!

 

সারাবাংলা/এসডব্লিউআর

কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

বিজ্ঞাপন

টিউলিপকে ফের দুদকে তলব
১৫ জুন ২০২৫ ২১:৩০

আরো

সম্পর্কিত খবর