Sunday 03 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে ইসরাইলি বিমান হামলায় বাংলাদেশি নিহত

স্পেশাল করেসপনডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ১০:১৮

নিহত মোহাম্মদ নিজাম (৩১)

ঢাকা : লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে একটি আবাসিক ভবনে সতর্কবার্তা ছাড়াই ইসরায়েল হামলা চালালে মারা যান তিনি।

নিহত মোহাম্মদ নিজাম (৩১) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে।

শনিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েল বিমান হামলা চালালে অনেকেই হতাহত হন। সে সময় প্রাণ হারান বাংলাদেশর নাগরিক নিজাম।

লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বিমান হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই নিজাম নিহত হন।

বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে আছে।

জানা গেছে, নিজাম ১২ বছর আগে জীবিকার সন্ধানে লেবাননে গিয়েছিলেন। তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

বৈরুতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যম কে নিজামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় সময় বিকালে তিনি একটি কফি শপে অপেক্ষা করছিলেন। সে সময় ইসরায়েল বিমান হামলা চালালে তার মৃত্যু হয়।

দূতাবাস কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনাও জানান।

সারাবাংলা/ জিএস/এসডব্লিউআর

ইসরাইল হামলা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর