ইউরোপের যে ক্লাবে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা
৩ নভেম্বর ২০২৪ ১১:০৯
নারী সাফ ফুটবলের ফাইনালে তার গোলেই শিরোপা জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমা তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জিতেছেন টুর্নামেন্টের সেরা ফুটবলারের খেতাবও। দেশে ফেরার পর ঋতুপর্ণা জানিয়েছেন, দেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপিয়ান ফুটবলের জগতে পা রাখছেন তিনি।
বাংলাদেশের নারী ফুটবলারদের ভারতীয় লিগে ডাক পাওয়ার ঘটনা নতুন নয়। তবে কখনোই ইউরোপিয়ান ফুটবলে খেলার স্বাদ পাননি বাংলাদেশের মেয়েরা। সাফ বিজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ঋতুপর্ণা নিকট ভবিষ্যতে গড়তে যাচ্ছেন সেই অবিশ্বাস্য রেকর্ডটাই।
শিরোপা জয়ের পর দেশে ফিরে ঋতুপর্ণা জানিয়েছেন, ইউরোপ ও ভারত থেকে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি, ‘আমি সাফ চলা অবস্থায় ভারত ও ইউরোপ থেকে প্রস্তাব পেয়েছি।’
কোন ক্লাবে ডাক পেয়েছেন ঋতুপর্ণা, সেটা অবশ্য রহস্যই রেখেছেন তিনি, ‘এটা এখন বলা বারণ আছে! সবকিছু ঠিক হলে আনুষ্ঠানিকভাবেই জানাবো। ভারতের যে ক্লাবে গত বছর সাবিনা আপু খেলেছেন, সেখান থেকেও প্রস্তাব এসেছে।’
জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন ২০১৮ সালে ভারতের ক্লাব সেথু এফসির হয়ে খেলেছেন। গত বছর তিনি ইন্ডিয়ান উইমেন্স লিগের ক্লাব কিকস্টার্ট এফসির হয়েও মাঠে নেমেছিলেন।
সারাবাংলা/এফএম