Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ১১:০১ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ১১:১০

খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাসেল নামের এক যুবক নিহত হয়েছেন

খুলনা: খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাসেল (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন কাশেম সড়ক কুবা মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত রাসেল শেরে বাংলা রোড আমতলা মোড়ের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।

আহতরা হলেন, খুলনা থানাধীন সদর হাসপাতাল এলাকার জনৈক হুমায়ুন কবিরের ছেলে মো: সজিব ও সোনাডাঙ্গা থানাধীন আমতলা এলাকার জনৈক মো: হান্নান শেখের ছেলে মো: ইয়াছিন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (২ নভেম্বর) রাত ১টা ৪৫ মিনিটের দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শেরেবাংলা রোড আলকাতরা মিলের পাশে কুবা মসজিদের গলির প্রবেশপথে দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে করে এসে পঙ্গু রাসেলকে বুকের পাশে ২টি গুলি করে এবং দুই পায়ের হাঁটুর নিচে কুপিয়ে জখম করে। বাকি দুজন ধারালো চাপাতির কোপে রক্তাক্ত জখম হন। পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত‌ আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এনজে

খুলনা দুর্বৃত্ত নিহত যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর