দেশের মাটিতে ভারতের হোয়াইটওয়াশের লজ্জার রেকর্ড
৩ নভেম্বর ২০২৪ ১৩:৩৬
প্রথম দুই টেস্ট হেরে আগেই সিরিজ খুইয়েছিলেন তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টেও নাটকীয়ভাবে হেরে লজ্জার রেকর্ড গড়ল ভারত। মুম্বাইতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মাত্র ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও ২৫ রানে হেরে গেছেন রোহিত-কোহলিরা। এই হারে দেশের মাটিতে ২৪ বছর পর টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো ভারত।
মুম্বাইয়ে ম্যাচের দ্বিতীয় দিনের শেষপ্রান্তে ৯ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। আজ দিনের শুরুতেই ১৭৪ রানে অলআউট হয় কিউইরা। ভারতের জয়ের জন্য লক্ষ দাঁড়ায় মাত্র ১৪৭।
কিন্তু এই ১৪৭ রানই যেন ভারতের কাছে হয়ে ওঠে পাহাড়সমান। ১৩ রানের মাথায় রোহিতকে ফিরিয়ে ধ্বসের সূচনা করেন ম্যাট হেনরি। পরের গল্পটা শুধুই আজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপসের। এই দুই স্পিনারের ঘূর্ণিজাদুতেই বিধ্বস্ত ভারতের ব্যাটিং লাইনআপ।
প্যাটেল-ফিলিপসের বোলিং তোপে মাত্র ২৯ রানেই ৫ উইকেট হারায় ভারত। গিল, জসওয়াল, কোহলি; প্রতিরোধ গড়তে পারেননি কেউই। ধুঁকতে থাকা দলকে আশার আলো দেখিয়েছেন রিশাভ পান্ট। একপ্রান্ত আগলে রেখে দারুণ এক হাফ সেঞ্চুরিতে দলকে জয়ের আশা দেখাচ্ছিলেন তিনি। তাকে ভালো সঙ্গ দিচ্ছিলেন জাদেজাও।
ভারতের সবশেষ আশার আলো নিভে গেছে পান্ট ফিরলেই। বিতর্কিত এক আউটে প্যাভিলিয়নে ফেরার আগে পান্ট করেছেন ৫৭ বলে ৬৪ রান। শেষ পর্যন্ত ভারত অলআউট হয়েছে ১২১ রানে। ৫৭ রানে ৬ উইকেট নিয়েছেন প্যাটেল, ম্যাচে তিনি নিয়েছেন ১১ উইকেট।
২৫ রানের এই হারে ভারত গড়েছে লজ্জার ইতিহাস। ঘরের মাঠে ২৪ বছর পর টেস্ট সিরিজে ধবলধোলাই হলেন তারা। সবশেষ ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে দেশের মাটিতে সিরিজ হেরেছিল ভারত। তবে সেটি ছিল ২ ম্যাচের সিরিজ। নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম দেশের মাটিতে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলেন তারা।
সারাবাংলা/এফএম