কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে ডাকাতের গুলিতে মনির আহমেদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২ নভেম্বর) মধ্যরাতে মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পাট্টছরি এলাকার একটি চিংড়ি ঘেরে এই ঘটনা ঘটে।
এ সময় হামলাকারী ডাকাত ঘের থেকে বেশকিছু মাছ লুট করে নিয়ে গেছে বলে দাবী করছে ঘের কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ।
তিনি জানান, রাতে বেশ কয়েকজন শ্রমিক ঘেরে মাছ ধরছিলেন। ওই সময় অস্ত্রধারী ডাকাতদল ঘেরে আক্রমণ করে। এতে ডাকাত দলের গুলিতে শ্রমিক মনির আহমেদ গুলিবিদ্ধ হয়।
পরে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ডাকাত দলে কারা ছিল সেটা নিয়ে পুলিশের তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি কায়সার হামিদ।