রাঙ্গামাটি: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সুশাসনের জন্য নাগরিক-সুজন’র চারটি কমিটি গঠন করা হয়েছে। সুজন’র ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ছাড়াও রাঙ্গামাটি সদর উপজেলা, পৌর কমিটি এবং সুজন বন্ধু জেলা কমিটি গঠন করা হয়।
রোববার (৩ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা শহরের নিউ কোর্টবিল্ডিং এলাকার চতুর্থশ্রেণী কর্মচারী সমিতির ক্লাবে এক মতবিনিময় সভায় চার কমিটি ঘোষণা করা হয়।
এতে জেলা কমিটির সভাপতি হয়েছেন অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা এবং সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার। রাঙ্গামাটি সদর উপজেলা কমিটির সভাপতি সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পলাশ কুসুম চাকমা এবং সাধারণ সম্পাদক হয়েছেন শংকর হোড়।
পৌর কমিটির সভাপতি হলেন ইন্দ্রদত্ত তালুকদার এবং সাধারণ সম্পাদক হলেন ইরফান রোমেল। সুজন বন্ধুর জেলা কমিটিতে মিশু দে’কে সভাপতি ও রিকোর্স চাকমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মতবিনিময় সভায় সুজন ও সুজন বন্ধুর জেলা, উপজেলা কমিটিকে উপজেলা ও ইউনিয়নভিত্তিক সংগঠনকে বিস্তৃত করার নির্দেশনা দেন কেন্দ্রীয় সমন্বয়ক।
এর আগে, সকাল ১০টায় ‘সুজনের জেলা কমিটি, সদর উপজেলা, পৌর কমিটি এবং সুজন বন্ধুর জেলা কমিটি গঠনকল্পে’ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দীননাথ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ সরকার, চট্টগ্রামের সমন্বয়কারী মাইনুল ইসলাম। সভায় বক্তারা সুজনের কার্যপরিধি, উদ্দেশ্য ও লক্ষ্য বিষয়ে বিশদ আলোচনা করেন।