চুয়াডাঙ্গায় ৪৭ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ১৪:৪৩ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ১৪:৪৭
৩ নভেম্বর ২০২৪ ১৪:৪৩ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ১৪:৪৭
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ৪৭ বোতল ফেন্সিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৩ নভেম্বর) ভোর ৪টার দিকে শহরের রেলবাজারের মাছের আড়তের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যাক্তিরা হলেন, উপজেলার সুমুরদিয়া গ্রামের শহিদুল আলীর ছেলে শিমুল আলী (২৩) ও জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে মোজাহিদ জোয়ার্দ্দার (২৪)।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, তাদের কাছে থাকা ৪৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ ব্যাপারে সদর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।
সারাবাংলা/এমপি