Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন চসিক মেয়র ডা. শাহাদাত

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ১৪:৫১ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ১৭:২৯

চসিক মেয়র হিসেবে শপথ নিলেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন।

ঢাকা: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ নিয়েছেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। একইসঙ্গে কাউন্সিলর না থাকায় ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাজধানী ঢাকার স্থানীয় সরকার বিভাগের সভা কক্ষে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ তাকে শপথ বাক্য পাঠ করান।

এ এফ হাসান আরিফ বলেন, সরকার শুধুই কেয়ারটেকার সরকার না, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নিহত-আহতদের আমানত। এই সরকার রুটিন কেয়ারটেকার সরকার নয়, আন্দোলনের পর বিশেষ প্রেক্ষাপটে গঠিত হয়েছে। তাই সরকারের কাছে মানুষের প্রত্যাশাও অনেক বেশি।

তিনি বলেন, চট্টগ্রামে কাউন্সিলর না থাকায় ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়েছে যারা মেয়রের নেতৃত্বে কাজ করবেন। অন্য সিটি করপোরেশনগুলোতে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে। বর্তমান চট্টগ্রামের মেয়রের মেয়াদ আইন অনুযায়ী যেটা হবে, ততদিন তিনি দায়িত্বে থাকবেন।

এ সময় ডা. শাহাদাত হোসেন মেয়র বলেন, গ্রিন সিটি, ক্লিন সিটি এবং হেলদি সিটি হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলা হবে। চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। চট্টগ্রাম শহরের অবকাঠামো উন্নয়নে কাজ করবো। যত দ্রুত সম্ভব জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হাতে নেওয়ার চেষ্টা করব। সেইসঙ্গে নির্বাচনি ইশতেহার পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করব।

সারাবাংলা/জিএস/ইআ

চসিক মেয়র শপথ গ্রহণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর