Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: চট্টগ্রামে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ১৬:৩২ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ১৮:১৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৩ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ নভেম্বর) ৩৫ বছর বয়সী নুর নাহার নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে- নারী ১৪ জন, পুরুষ ৯ জন এবং শিশু তিনজন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টায় আরও ৪৯ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসের গত তিনদিন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১১১ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট তিন হাজার ৪৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরর শুরু থেকে ৩ নভেম্বর পর্যন্ত শনাক্তদের মধ্যে এক হাজার ৯৪৫ জন নগরীর বাসিন্দা। বাকি এক হাজার ১০১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ এক হাজার ৬৫৮ জন, নারী ৮৪৭ জন এবং শিশু ৫৪১ জন।

চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে পাঁচ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।

এছাড়া চট্টগ্রামে ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রাম ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর