Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার, পুলিশের ধারণা- খুন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ১৭:৫২

নিহত মো. ফোরকান (৩০)

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীতে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ওই যুবককে খুন করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকালে উপজেলার সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের নাম মো. ফোরকান (৩০)। তিনি একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড পশ্চিম বৈলগাঁও হাজির পাড়া ফজর আলী তালুকদার বাড়ির বাসিন্দা।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই। ফোরকানের মুখ থেকে রক্ত বের হচ্ছিল। তার শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন আমরা দেখেনি। প্রাথমিকভাবে আমাদের ধারণা তাকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলতে পারব।

তিনি আরও বলেন, ফোরকান ভবঘুরে প্রকৃতির ছিলেন। দেড় বছর আগে তিনি বিদেশ থেকে দেশে ফিরেন। বিয়ে করলেও বউ তার সঙ্গে থাকেন না। তিনি কখনও বোনের বাড়ি আবার কখনও মামার বাড়িতে থাকেন। শনিবার (২ নভেম্বর) রাতে তিনি বোনের বাড়ি থেকে খেয়ে বের হন। এরপর আজ সকালে মামার বাড়ির পেছনের দরজার পাশেই ফোরকানের তার পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার মামা প্রবাসে থাকেন।

ফোরকানের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সারাবাংলা/আইসি/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর