Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবি জবি শিবিরের

জবি করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ১৮:০৯ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ২২:০৮

জবি: জবি ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট চালুর দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামি ছাত্র শিবির।

রোববার (৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়াদি সমন্বয়ের জন্য গঠিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি করেন সংগঠনটি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আসাদুল ইসলাম বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। এক্ষেত্রে ভর্তির সময় ডোপ টেস্ট চালুর ব্যবস্থাও করতে হবে।

তিনি আরো বলেন, দলীয় ও রাজনৈতিক সুপারিশে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ বন্ধ করে নিজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রাধান্য দিতে হবে। এসময় তিনি যত্রতত্র অনলাইন ক্লাস বন্ধ করে বিভাগের ক্লাস শিক্ষক মূল্যায়নের জন্য রেটিং ব্যবস্থা করার দাবি জানান।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি ইকবাল হোসেন সিকদার বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চর্চার ক্ষেত্রে কিছুটা ব্যারিয়ার রাখা প্রয়োজন। তা না হলে বিগত স্বৈরাচারের মতো আচরণ করতে পারে।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়াদি সমাধানে গঠিত কমিটির সদস্য, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ফ্রন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর