পলিথিনবিরোধী অভিযান, ২৬ প্রতিষ্ঠানকে জরিমানা
৩ নভেম্বর ২০২৪ ১৯:২০
ঢাকা: পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। অভিযানে নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুতের দায়ে ২৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একটি একটি কারখানার গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পলিথিন জব্দ করা হয়েছে ৭৪৬ কেজিরও বেশি।
রোববার (৩ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার রোববার সারা দেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। এর মধ্যে কামরাঙ্গীচর এলাকায় অভিযান চালিয়ে একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এদিকে নিষিদ্ধ পলিথিন মজুত ও বাজারজাত মনিটরিংয়ে পরিচালনা করা হয়েছে ১৩টি ভ্রাম্যমাণ আদালত। এসব ভ্রাম্যমাণ আদালত অভিযানে ২৬টি প্রতিষ্ঠানকে এক লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এ ছাড়াও একটি ট্রাক ও প্রায় ৭৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
এ দিন সচিবালয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সভায় তিনি বলেন, অবৈধ ব্যাটারি ভাঙা ও সীসা গলানো কারখানার বিরুদ্ধেও দ্রুতই অভিযান শুরু করা হবে। প্রকৃতি রক্ষায় সব ধরনের দূষণ রোধে সরকার ধারাবাহিক পদক্ষেপ নেবে।
সারাবাংলা/টিআর
পরিবেশ অধিদফতর পরিবেশ মন্ত্রণালয় পলিথিনবিরোধী অভিযান ভ্রাম্যমাণ আদালত