Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ১৯:৪৩

খুলনা: খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মো. সাইফুর রহমান ও একটি বেসরকারি হাসপাতালে সা‌ফিনা খানম নামে অপর জনের মৃত্যু হয়।

জানা গেছে, রোববার (৩ নভেম্বর) সকাল ৭ টায় এক‌টি বেসরকা‌রি ক্লি‌নিকে মারা যান খুলনা বিশ্ববিদ্যালয় সহকারী গ্রন্থাগা‌রিক এস এম আনোয়ার হোসেনের স্ত্রী সা‌ফিনা খানম।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এসআর

খুলনা ডেঙ্গু মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর