Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনের কামরায় মিলল পৌনে ২ কোটি টাকার হেরোইন-কোকেন

লোকাল করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ২০:১৬ | আপডেট: ৩ নভেম্বর ২০২৪ ২১:৪৩

উদ্ধার হওয়া মাদক। ছবি: সারাবাংলা

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল রেলষ্টেশনে বেতনা এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে দুই কেজি ৭৬০ গ্রাম কোকেন ও এক কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার বাংলাদেশ বিজিবি সদস্যরা।

রোববার (৩ নভেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করে মাদকের এ চালান উদ্ধার করা হয়। চালানে থাকা হেরোইন ও কোকেনের দাম আনুমানিক পৌনে দুই কোটি টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবির আভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বেনাপোল রেল স্টেশনে খুলনা-মোংলা-বেনাপোল রুটের বেতনা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। অভিযানে ট্রেনের ভেতর একটি ব্যাগ তল্লাশি করে সেখান থেকে দুই কেজি ৭৬০ গ্রাম কোকেন ও এক কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসা করেও ব্যাগটির মালিকের খোঁজ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক দাম এক কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা। এগুলো ধ্বংস করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর