Sunday 03 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ, দম্পতি পলাতক

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ২১:৪২

কিশোরী গৃহকর্মীকে উদ্ধারের সময়। ছবি: সারাবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক গৃহকর্মীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ গিয়ে ওই গৃহকর্মীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

রোববার (৩ নভেম্বর) দুপুরে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ কলোনীর বিহারী মসজিদের পাশে মাহবুব কোম্পানির বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

অভিযুক্ত নিলীমা শামীম (৫৫) ও তার স্বামী মাহবুব আলম (৬৫) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত সাত বছর ধরে ভিকটিম কিশোরী ওই বাসায় কাজ করছেন। তার বাবা মারা গিয়েছেন। তার মা তাকে অভিযুক্তদের বাসায় দিয়ে যান। এর কিছুদিন পর ক্যানসারে আক্রান্ত হয়ে তার মা মারা যান। কিছুদিন ভালো ব্যবহার করলেও ওই কিশোরীর ওপর অত্যাচার শুরু করেন অভিযুক্তরা। দিনদিন সে অত্যাচার বাড়তে থাকে। ভিকটিম কিশোরীকে কারণে-অকারণে মারধর করতেন তারা। রান্নায় কোনো ভুল হলেই নীলিমা শামীম ওই কিশোরীকে স্টিলের খুন্তি আগুনে গরম করে শারিরীক নির্যাতন করতেন।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বাসার ছাদের গাছে পানি দেওয়ায় ভিকটিম কিশোরীকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন অভিযুক্ত নীলিমা শামীম। মারধরের ঘটনাটি পাশের বাসার এক ব্যক্তি ভিডিও করে বেসরকারি এক টেলিভিশনের প্রতিবেদককে পাঠান। এরপর পুলিশকে বিষয়টি জানানো হলে রোববার ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-মিডিয়া) কাজী তারেক আজিজ সারাবাংলাকে জানান, গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন আছে। অভিযানের খবর পেয়ে ওই বাসার মালিক ও তার স্ত্রী পালিয়েছেন। তাদেরকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। কিশোরীটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এসআর

অভিযোগ গৃহকর্মীকে নির্যাতন চট্টগ্রাম দম্পতি পলাতক

বিজ্ঞাপন

ফিরছেন তামিম ইকবাল
৩ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর