Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকসহ ৯৪ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ২২:২২ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১২:৪৮

ঠাকুরগাঁও থানা।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সাংবাদিকসহ ৯৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেছেন সাজ্জাদ হোসেন শাহিন নামে এক ব্যক্তি।

রোববার (৩ নভেম্বর) ঠাকুরগাঁও সদর থানায় এ মামলা দায়ের করেন তিনি।

মামলার আসামীরা হলেন-জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, পৌর কাউন্সিলর দোলন কুমার মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুনাম, জগন্নাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রায়হান ও সাংবাদিক আব্দুল লতিফ লিটু। এই মামলায় ৯৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, আসামীরা অস্ত্র দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা চালায়। এতে অনেকেই আহত হয়েছেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি ৯৪ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাত আরও ১৫০ জনের নামে মামলা দায়ের করেন।

সারাবাংলা/এসআর

ঠাকুরগাঁও মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর