পদ্মা সেতুর টোলপ্লাজায় ২ মোটরসাইকেল মুখোমুখি, নিহত ৪
৪ নভেম্বর ২০২৪ ০১:১৭ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১১:১৭
শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোলপ্লাজা এলাকায় দ্রুতগতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে দুর্ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরেকজনের।
রোববার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে টোলপ্লাজা এলাকায় পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার রুবেল ফরাজীর ছেলে নাবিল ফরাজী (১৮), একই থানার এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম (১৯), দাদন ঢালীর ছেলে আরমান (১৮) ও আলিম মাতবরের ছেলে মো. খিবির (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, টোলপ্লাজা এলাকায় থানার সামনে দিয়ে দুটি মোটরসাইকেল খুব দ্রুতগতিতে যাচ্ছিল। থানা রোডে প্রবেশ করলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজনই ছিটকে সড়কে পড়ে যান।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনও প্রাণ হারান।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম হোসেন বলেন, পদ্মা সেতু টোলপ্লাজা এলাকায় দক্ষিণ থানার পাশে বেপরোয়া দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবিব জানিয়েছেন, দুটি মোটরসাইকেলই অনটেস্ট ছিল বলে জানা জানতে পেরেছেন। স্থানীয়দের কাছে আরও জেনেছেন, মোটরসাইকেল দুটিই বেপারোয়া গতিতে চলছিল।
সারাবাংলা/টিআর