বন্যার্তদের দেখতে গিয়ে তোপের মুখে স্প্যানিশ রাজা-রানি
৪ নভেম্বর ২০২৪ ০৯:৪৬ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১১:৫৩
স্মরণকালের ভয়াবহতম বন্যায় কবলিত ভ্যালেন্সিয়া অঞ্চল পরিদর্শন করতে গিয়ে স্পেনের রাজা ফিলিপ ও রানি লেতিজিয়া ব্যাপক ক্ষোভের মুখে পড়েছেন। তারা রীতিমতো রাজা-রানির ওপর কাদা ও ডিম ছুড়েছেন। দুই শতাধিক প্রাণহানির কারণ হয়ে দাঁড়ানো এই বন্যার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ পর্যাপ্ত ছিল না— এমন অভিযোগ রয়েছে বন্যাদুর্গতদের।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনভর টানা প্রবল বর্ষণের পর স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা শুরু হয়। এতে কমপক্ষে ২১৪ জনের মৃত্যু হয়েছে। হাজারও ঘরবাড়ি পানিবন্দি হয়েছে। বন্যার প্রভাবে এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি বহু পরিবার।
অভিযোগ রয়েছে, ভয়াবহ বন্যা হলেও স্পেন সরকার বা রাজপরিবার থেকে উদ্ধার ও ত্রাণ তৎপরতা ছিল অপ্রতুল। বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হলেও তা অনেক পরে করা হয়েছে। এসব বাহিনীর প্রয়োজনীয়সংখ্যক সদস্যও বন্যাদুর্গত এলাকায় পাঠানো হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, সাধারণভাবে স্প্যানিশ রাজা ষষ্ঠ ফিলিপি ও রানি লেতিজিয়া দেশটির জনগণের প্রিয়পাত্র। কিন্তু বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগেই এবার তাদের ব্যাপক তোপের মুখে পড়তে হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও আঞ্চলিক গভর্নর কার্লোস ম্যাজন ভ্যালেন্সিয়া শহরের ঠিক বাইরে পাইপোর্তা অঞ্চল পরিদর্শন করাতে নিয়ে গিয়েছিলেন রাজা ফিলিপকে। সেখানে উপস্থিত জনতা তাকে ‘খুনি’ বলে স্লোগান দেন। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ দুর্যোগ মোকাবিলায় ব্যর্থ হয়েছে।
এমন পরিস্থিতিতে রাজা ফিলিপকে নিয়ে বন্যাদুর্গত এলকায় ছবি তোলার সময় আর স্থানীয়দের ঠেকিয়ে রাখা যায়নি। তারা রাজার দিকে ডিম ছুড়ে মারেন। পরে নিরাপত্তা কর্মীরা সেখানে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রাজা ফিলিপকে সুরক্ষা দেন।
স্প্যানিশ রাজপরিবারের সামাজিক যোগাযোগমাধ্যমের চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করা হয়। ওই ডিভিওতে রাজা ও রানিকে ক্ষুদ্ধ জনগণকে আলিঙ্গন করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, রাজা কাঁদতে থাকা দুই নারীকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে রাজা ফিলিপের ‘দৃষ্টান্তমূলক’ আচরণের ব্যাপক প্রশংসা করেন গভর্নর কার্লোস ম্যাজন।
এদিকে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা প্রোটোকল দিয়ে প্রধানমন্ত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে।
সিএনএনের প্রতিবেদন বলছে, দক্ষিণ-পূর্ব স্পেনের এই বন্যায় কমপক্ষে ২১৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সবশেষ নিহতদের মধ্যে একজন ৭০ বছর বয়সী নারী ছিলেন, যার মরদেহ তার বাড়ি থেকে ১২ কিলোমিটার (সাত মাইল) দূরে পাওয়া গেছে।
শুরু থেকেই বন্যার্তদের সহায়তা ও উদ্ধারে ধীরগতি ও সমন্বয়হীনতায় ভ্যালেন্সিয়ায় ক্ষোভ ছড়িয়েছে। এরই শিকার হলেন রাজা-রানিও।
সারাবাংলা/এইচআই/টিআর