Monday 04 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সেলোনায় ফিরছেন মেসি!

স্পোর্টস ডেস্ক
৪ নভেম্বর ২০২৪ ১০:৪৪

লিওনেল মেসি

দীর্ঘ ১৭ বছর বার্সেলোনায় কাটিয়েছেন তিনি। এই ক্লাবেই লিওনেল মেসি হয়ে উঠেছেন ‘কিংবদন্তি’। তিন বছর আগে চোখের জলে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন মেসি। এবার নিজের পুরনো ক্লাব বার্সায় ফিরতে যাচ্ছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, বার্সার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ন্যু ক্যাম্পে ফিরছেন মেসি!

২০২১ সালে বার্সার সাথে সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সে পাড়ি জমান মেসি। এরপর তিন বছর পেরিয়ে গেলেও সাবেক ক্লাবের কিছুতেই আর দেখা যায়নি তাকে। কাতালান ক্লাবটির সভাপতি লাপোর্তার সাথে শীতল সম্পর্কের কারণেই বার্সার সাথে সম্পর্ক রাখেননি মেসি, গুঞ্জন ছিল এমনটাই।

বিজ্ঞাপন

তবে এই বছরের ২৯ নভেম্বর বার্সার প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে শোনা যাচ্ছে নতুন খবর। বিভিন্ন স্প্যানিশ সংবাদমাধ্যম ও প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর বরাতে জানানো হয়েছে, লাপোর্তার সাথে মেসির সম্পর্কের বরফ গলেছে। এতেই মেসিকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দাওয়াত করেছে বার্সা। সেই দাওয়াত নাকি গ্রহণও করেছে মেসি।

শোনা যাচ্ছে, সপরিবারেই ক্যাম্প ন্যুতে ফিরবেন মেসি। ২৯ নভেম্বর জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে বার্সার প্রতিষ্ঠাবার্ষিকী। সেখানে অন্যতম বিশেষ অতিথি হিসেবে কথা বলবেন মেসিও।

বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে রেকর্ড ৬৭২ গোল ও ৩০৩টি অ্যাসিস্ট করেছেন মেসি। কাতালান ক্লাবটির হয়ে মেসি জিতেছেন ৩৫টি ট্রফি।

সারাবাংলা/এফএম

বার্সেলোনা মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর