ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত হেলপার
৪ নভেম্বর ২০২৪ ১১:০২ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১২:২২
দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিমেন্ট বোঝাই অপর আরেকটি ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে পৌর এলাকার চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি সিমেন্ট বোঝাই ট্রাক চালকের সহকারী (হেলপার) ছিলেন। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় থেমে থাকা ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। তারা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ট্রাকচালক রিবুল হোসেন (৩২) এবং একই উপজেলার ফারাকপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে ট্রাক হেলপার জুয়েল রানা (৩০)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বালু বোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে থেমে ছিল। রোববার রাত আড়াইটার দিকে সিমেন্ট বোঝাই বগুড়াগামী অপর একটি ট্রাক ওই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিমেন্ট বোঝাই ট্রাকটির সামনের অংশ দুমরেমুচরে যায় এবং ঘটনাস্থলেই চাপা পড়ে নিহত হন ট্রাকের হেলপার।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, থেমে থাকা ট্রাকের চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। নিহত অপর হেলপারের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সারাবাংলা/ইআ