Monday 04 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানাডার ‘শত্রু দেশের’ তালিকায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক
৪ নভেম্বর ২০২৪ ১১:০৮

ছবি: সংগৃহীত

জাস্টিন ট্রুডো নেতৃত্বাধীন কানাডা সরকার ফের ভারত বিরোধী পদক্ষেপ নিয়েছে। দেশটি এবার ভারতকে ‘শত্রু দেশ’ হিসেবে তালিকাভুক্ত করেছে। কানাডার ‘সাইবার হুমকি নিরূপণ প্রতিবেদন ২০২৫-২৬’এ ভারতকে ‘সাইবার প্রতিপক্ষ’ হিসেবে অভিহিত করা হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে খরবটি নিশ্চিত করা হয়েছে।

চলমান কূটনৈতিক বিরোধের মধ্যেই এমন পদক্ষেপ নিল কানাডা। দেশটির সাম্প্রতিক তালিকায় ভারতের স্থান পঞ্চম। শীর্ষে রয়েছে চীন, এরপর রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া।

এর জবাবে দিল্লি জানিয়েছে, আন্তর্জাতিকভাবে ভারতকে আক্রমণ ও ক্ষতি করার ক্ষেত্রে এটি কানাডা সরকারের আরেক কৌশল। এ নিয়ে শনিবার (২ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে বলেছে, ট্রুডোর প্রশাসনের অধীনে কানাডার সিনিয়র কর্মকর্তারা প্রকাশ্যে স্বীকার করেছেন যে কানাডা ভারতের বিরুদ্ধে বৈশ্বিক মতামতকে প্রভাবিত করতে চাইছে।

খালিস্তানপন্থি শিখ নেতা হারদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড ইস্যুতে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে। সম্প্রতি কানাডা অভিযোগ করেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কানাডার মাটিতে শিখ অ্যাক্টিভিস্টদের টার্গেট করার ষড়যন্ত্র করেছেন। এমন অভিযোগ অস্বীকার করেছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, শুক্রবার কানাডার হাইকমিশনের প্রতিনিধিকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। কানাডার উপ-পররষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন অমিত শাহ সম্পর্কে যে হাস্যকর ও ভিত্তিহীন মন্তব্য করেছেন, ভারত সরকার তার কড়া ভাষায় প্রতিবাদ জানাচ্ছে। এরপরেই ভারতকে সাইবার প্রতিপক্ষ হিসেবে আখ্যা দেয় কানাডা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

খালিস্তানপন্থি শিখ নেতা হারদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড জাস্টিন ট্রুডো ভারত-কানাডা

বিজ্ঞাপন

আনুশকার কারণেই কোহলির ছন্দপতন?
৪ নভেম্বর ২০২৪ ১২:২২

আরো

সম্পর্কিত খবর