গান বাংলার প্রধান নির্বাহী তাপস গ্রেফতার
সিনিয়র করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ১৪:১৬ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১৫:৫৮
৪ নভেম্বর ২০২৪ ১৪:১৬ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১৫:৫৮
ঢাকা: গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
রোববার দিবাগত রাত ১২টায় রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
সারাবাংলা/ইউজে/এইচআই