ট্রাকচাপায় প্রাণ গেল দুই বন্ধুর
৪ নভেম্বর ২০২৪ ১৮:৩৭ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ২০:৩২
দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাপায় রিফাত হোসেন (১৭) ও খোকা বাবু (১৭) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) দিনাজপুরের বিরামপুর পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জোয়ালকামড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত, রিফাত হোসেন বিরামপুর পৌর শহরের সারাংগপুর মহল্লার জিয়ারুল ইসলামের ছেলে ও তার বন্ধু খোকা বাবু ওই এলাকার মৃত রফিকের ছেলে। তাদের মধ্যে রিফাত মুদি দোকানী ছিলেন। তারা দু’জনে সম্পর্কে বন্ধু।
পরিবার জানায়, দুপুরে ব্যবসায়ী রিফাত বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শহরে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে পৌর শহরের জোয়ালকামড়া এলাকায় একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে ট্রাকের চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় খোকা বাবুকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেলে আহত খোকা বাবুর মৃত্যু হয়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, নিহত রিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
সারাবাংলা/এসআর