ডেঙ্গু: চট্টগ্রামে প্রাণ গেল আরও দুজনের
৪ নভেম্বর ২০২৪ ১৮:৪৮ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১৮:৫০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাস নভেম্বরের শুরুতেই প্রাণ গেল তিনজনের।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে দুজনের মৃত্যুর তথ্য দেয়া হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মৃত দুজন হলেন- সাতকানিয়া উপজেলার মৃদুল কান্তি দাশ (৫৫) ও ফটিকছড়ি উপজেলার সালমা খাতুন (৪০)। উভয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার রাতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরে ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারী ১৫ জন, পুরুষ ১০ জন এবং শিশু ৩ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টায় আরও ৫২ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসের গত তিনদিনে মোট আক্রান্তের সংখ্যা ১৬৩ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৩ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
চলতি বছরর শুরু থেকে ৩ নভেম্বর পর্যন্ত শনাক্তদের মধ্যে ১ হাজার ৯৮৩ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ১১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ১ হাজার ৬৮৭ জন, নারী ৮৬৫ জন এবং শিশু ৫৪৬ জন।
চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। এছাড়া চট্টগ্রামে ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।
সারাবাংলা/আরডি/এসআর