Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: চট্টগ্রামে প্রাণ গেল আরও দুজনের

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ১৮:৪৮ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১৮:৫০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাস নভেম্বরের শুরুতেই প্রাণ গেল তিনজনের।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে দুজনের মৃত্যুর তথ্য দেয়া হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মৃত দুজন হলেন- সাতকানিয়া উপজেলার মৃদুল কান্তি দাশ (৫৫) ও ফটিকছড়ি উপজেলার সালমা খাতুন (৪০)। উভয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার রাতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরে ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারী ১৫ জন, পুরুষ ১০ জন এবং শিশু ৩ জন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টায় আরও ৫২ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসের গত তিনদিনে মোট আক্রান্তের সংখ্যা ১৬৩ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৩ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরর শুরু থেকে ৩ নভেম্বর পর্যন্ত শনাক্তদের মধ্যে ১ হাজার ৯৮৩ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ১১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ১ হাজার ৬৮৭ জন, নারী ৮৬৫ জন এবং শিশু ৫৪৬ জন।

চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। এছাড়া চট্টগ্রামে ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রাম ডেঙ্গু মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর