তেল কম দেওয়ায় কামাল ট্রেডিং এজেন্সিকে জরিমানা
৪ নভেম্বর ২০২৪ ১৯:৫৭
ঢাকা: ওজনে তেল কম দেওয়ার অপরাধে তেজগাঁও শিল্প এলাকার শহীদ তাজউদ্দিন আহমেদ স্মরণীর মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি নামের পেট্রোল পাম্পকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (৪ নভেম্বর) বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফার নেতৃত্বে অভিযান পরিচালনাকালে জরিমানাটি করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজগাঁও শিল্প এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স কামাল ট্রেডিং এজেন্সিতে অভিযানকালে ২টি অকটেন ডিসপেনসিং ইউনিটে প্রতি ১০ লিটার তেল পরিমাপে যথাক্রমে ৫২০ মিলি ও ৬০ মিলি কম পাওয়ায় ওই প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির ২টি ডিসপেনসিং ইউনিট সীলগালা করা হয়।
সারাবাংলা/ইএইচটি/এনজে