রিমান্ডে অসুস্থ সাবেকমন্ত্রী শাজাহান খান হাসপাতালে
স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ২০:১৪ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ২১:৩৫
৪ নভেম্বর ২০২৪ ২০:১৪ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ২১:৩৫
ঢাকা: অসুস্থ হওয়ায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহাজাহান খানকে (৭৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) ভর্তি করা হয়েছে। এর আগে তিনি রিমান্ডে ছিলেন।
সোমবার (৪নভেম্বর) বিকালে তাকে হাসপাতালে নিয়ে আসে ডিবি পুলিশ। পরে তাকে হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার বলেন, অসুস্থ হওয়ায় শাহজাহান খানকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বুকে ব্যথা ও শরীর দুর্বলের কথা বলেছেন। তার উচ্চ রক্তচাপ। আগেই তার বুকে রিং পড়ানো আছে। কিছু পরীক্ষা নীরিক্ষা শেষে তাকে হৃদরোগ বিভাগে (সিসিইউতে) ভর্তির দেওয়া হয়েছে।
জানা যায়, যাত্রাবাড়ী থানার এক মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন তিনি।
সারাবাংলা/এসএসআর/এসআর