ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
৪ নভেম্বর ২০২৪ ২০:৫৭ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ২২:১৭
যশোর: যশোর শহরতলী খোলাডাঙ্গা এলাকায় সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে আমিনুল ইসলাম সজল (৪৪) নামে এক টাইলস ব্যবসায়ীকে হত্যা করেছে।
সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাকিব মোহাম্মদ আল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সজল ওই এলাকার আজিজুল ইসলাম মিন্টু মুন্সির ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যায় মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় একদল অজ্ঞাত সন্ত্রাসী তাকে গতিরোধ করে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
ডা. সাকিব মোহাম্মদ আল হাসান জানান, মৃতের শরীরে কমপক্ষে ১০ স্থানে কোপানোর আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, হত্যাকাণ্ডের ঘটনাস্থাল পরিদর্শন করা হয়েছে। থানা পুলিশ ও ডিবি পুলিশ জড়িতদের আটক করতে অভিযান শুরু করেছে।
ওসি বলেন, ‘পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে জমি সংক্রান্ত বিরোধী জেরে এ হত্যাকাণ্ড। তবে পুলিশ বিভিন্ন বিষয় তদন্ত করছে।’
সারাবাংলা/এসআর