Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানা থেকে লুট হওয়া অস্ত্র-ইউনিফর্মসহ গ্রেফতার ২

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ২১:৫০ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ২১:৫২

চট্টগ্রামের পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্র, পুলিশের পোশাকসহ গ্রেফতারকৃত দুজন। ছবি: সারবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার দিন চট্টগ্রামের পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্র, পুলিশের পোশাক ও বিভিন্ন সরঞ্জামসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে নগরীর পাহাড়তলী থানার কর্নেল জোন্স সড়কে গ্রেফতার একজনের ঘরে তল্লাশি করে পুলিশের পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এরপর গ্রেফতার আরেকজনের তথ্যে ইস্পাহানি পাহাড়ের ভেতরে জঙ্গলে মাটিচাপা দিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতার দুজন হলেন- মো. মাহাবুর রহমান (২৭) ও নুর নবী (২৫)। তাদের বাসা নগরীর পাহাড়তলী থানা এলাকায়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে যাবার খবর ছড়িয়ে পড়ার পর সারাদেশে জনতা রাজপথে নেমে আসে।

ওইদিন বিকেল থেকে চট্টগ্রামসহ সারাদেশে পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চট্টগ্রাম নগরীর কোতোয়ালী, পাহাড়তলী, পতেঙ্গা ও ইপিজেড থানা আগুনে পুড়িয়ে দেয়া হয় এবং লুটপাট করা হয় অস্ত্রাগার ও মালখানা।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, পাহাড়তলী থানা থেকে লুট হওয়া আটটি পিস্তল, দুইটি চাইনিজ রাইফেল, তিনটি এসএমজি, ছয়টি শটগান ও ৩৫টি মোটর সাইকেল খোয়া যায়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে জানান, পাহাড়তলী থানায় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত থাকার তথ্য পেয়ে রোববার রাতে মাহাবুরকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে অস্ত্র উদ্ধারের জন্য সোমবার দুপুরে নগরীর সাগরিকা বিটাক মোড় এলাকায় ব্রাহ্মণ পুকুরে জাল ফেলে তল্লাশি করে পুলিশ। সেখানে অস্ত্র না মিললেও আগুনে পুড়িয়ে দেয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এরপর মাহাবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর কর্নেল জোন্স সড়েকে তার বসতঘরে তল্লাশি চালিয়ে পুলিশের ইউনিফর্মসহ আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়, যেগুলো পাহাড়তলী থানা থেকে লুট করা হয়েছিল।

এডিসি তারেক আজিজ বলেন, ‘মাহাবুর জিজ্ঞাসাবাদে তার সঙ্গে থানায় লুটপাটে জড়িত নুর নবী নামে একজনের তথ্য দেয়। তাকে বিকেল সাড়ে তিনটার দিকে আকবর শাহ থানার রেলওয়ে হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে ইস্পাহানি পাহাড়ের জঙ্গলের ভিতর থেকে মাটি খনন করে একটি নাইন এম এম পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তলটি থানা থেকে লুট করে নিয়ে গিয়েছিল।’

সারাবাংলা/আরডি/এসআর

অস্ত্র-ইউনিফর্ম গ্রেফতার চট্টগ্রাম থানা থেকে লুট নগরীর পাহাড়তলী থানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর