Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপি চেয়ারম্যান বদর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ২২:১৯

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. বদর উদ্দিনকে (৫৯) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৪ নভেম্বর) রাতে র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত বদর উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি। তাকে সদর উপজেলার যশোদল এলাকা থেকে গ্রেফতার করে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার আসামি মো. বদর উদ্দিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর