Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার ইনজুরিতে নেইমার

স্পোর্টস ডেস্ক
৫ নভেম্বর ২০২৪ ০৯:০৮ | আপডেট: ৫ নভেম্বর ২০২৪ ১১:১৮

ইনজুরিতে নেইমার

দীর্ঘ এক বছর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। সুস্থ হয়ে কিছুদিন আগেই আল হিলালের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। তবে ক্লাবের হয়ে দ্বিতীয় ম্যাচে আবার ইনজুরিতে পড়লেন এই ব্রাজিলিয়ান তারকা। এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এস্টেঘলালের বিপক্ষে মাঠে নেমে ডান পায়ের মাংসপেশীতে টান লাগায় মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে।

২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভয়াবহ ইনজুরিতে পড়েছিলেন নেইমার। অস্ত্রোপচারের পর প্রায় এক বছর খেলা থেকে দূরে ছিলেন তিনি। সুস্থ হয়ে কিছুদিন আগে আল হিলালের জার্সিতে কয়েক মিনিটের জন্য মাঠে নেমেছিলেন তিনি। তবে সুস্থ হলেও নেইমারকে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াডে রাখেনি ব্রাজিল। তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না বলেই জানিয়েছিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

বিজ্ঞাপন

এমন অবস্থায় আল হিলালের হয়ে গত রাতে বদলি হিসেবে ৫৮ মিনিটের মাথায় মাঠে নামেন নেইমার। এই নামাটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল তার জন্য। বল দখলের লড়াইতে এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন নেইমার। এরপর ডান পায়ের পেছনে হাত দিয়ে কাতরাতে দেখা গেছে তাকে।

মাঠে নামার ৩০ মিনিটের মাথায় তাই বাধ্য হয়েই নেইমারকে তুলে নেন আল হিলাল কোচ। শেষ পর্যন্ত আলেকজান্ডার মেত্রোভিচের হ্যাটট্রিকে ৩-০ গোলে ম্যাচ জিতলেও নেইমারের ইনজুরিটাই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল ক্লাবের জন্য। নেইমারের ইনজুরি কতোটা গুরুতর সেই ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি ক্লাবের পক্ষ থেকে।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

পাবনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৮

আরো

সম্পর্কিত খবর