Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শেখ জামাল

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ১৮:২৭

শেখ জামাল, সাংবাদিক। ছবি সারাবাংলা

ঢাকা: যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ও সাংবাদিক শেখ জামালকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যার আদালত এ আদেশ দেন।

দুই দিনের রিমান্ড শেষে শেখ জামালকে আদালতে আনার পর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, ৩০ অক্টোবর তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর রাতে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে যুবদল নেতা শামীম মারা যায়। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় সাংবাদিক শেখ জামালকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

কারাগার রিমান্ড শেখ জামাল

বিজ্ঞাপন

সীমান্তে ভুয়া পুলিশসহ আটক ২
২ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৭

আরো

সম্পর্কিত খবর