প্রশাসনিক পদ থেকে ‘আওয়ামী দোসরদের’ অপসারণের দাবি
৫ নভেম্বর ২০২৪ ২০:৪৭ | আপডেট: ৫ নভেম্বর ২০২৪ ২০:৪৯
রাজশাহী: সকল প্রশাসনিক পদ থেকে আওয়ামী লীগের দোসরদের অপসারণ এবং শিক্ষাক্ষেত্রে সকল ধরণের বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে ‘নাগরিক পার্লামেন্ট বাংলাদেশ’।
মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর নতুন সরকার গঠন হলেও সকল প্রশাসনিক পদে আওয়ামী লীগ সরকারের দোসরেরা বহাল তবিয়তে দায়িত্ব পালন করে চলছেন। তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে।
তারা বলেন, গত ১৫ বছরে হাসিনা সরকার জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। শিক্ষাব্যবস্থা পণ্যে পরিণত হয়েছে। এতে শিক্ষার মৌলিক অধিকার থেকে শিক্ষার্থীরা বঞ্চিত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সকল প্রশাসনিক পদ থেকে আওয়ামী দোসরদের অপসারণ করতে হবে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে সব ধরনের বৈষম্য দূর করতে হবে।
কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন— ‘নাগরিক পার্লামেন্ট বাংলাদেশ’র রাজশাহীর আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহামুদ নাসের, সদস্য সচিব মকবুল হোসেন, সদস্য রোকসানা বেগম টুকটুকি, হৃদয় হাসান, আইভী রহমান প্রমুখ।
সারাবাংলা/এইচআই