Tuesday 05 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থী ইভা ‘হত্যার’ প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ২২:২৫

সেতাবগঞ্জে শিক্ষার্থী ইভা ‘হত্যার’ প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর: জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জোবাইয়া আক্তার ইভাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলেছে স্বজনরা। সেইসঙ্গে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও ভুক্তভোগীর পরিবার।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে সেতাবগঞ্জ মহিলা কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জোবাইয়া আক্তার ইভাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। তারা বলেন, ইভাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনা দরকার।

জানা গেছে, গেল ১ নভেম্বর গভীর রাতে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার ১ এলুয়ারা ইউনিয়নের বেজাই মোড় গ্রামে শ্বশুর বাড়িতে মারা যান জোবাইয়া আক্তার ইভা।

ইভার পরিবারের দাবি, যৌতুকের কারণে মেয়েকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল তার শ্বশুর বাড়ির লোকজন। তরাই জের ধরে ১ নভেম্বর গভীর রাতে স্বামী জায়েদ হোসেন ও তার পরিবারের সদস্যরা নির্মমভাবে নির্যাতন করে ইভাকে হত্যা করে।

বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ‘ইভা তার শ্বশুর বাড়িতে হত্যার শিকার হয়েছেন বলে দাবি করেছে তার পরিবারের লোকজন। হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে আজ সকালে ইভার কলেজের শিক্ষক ও তার সহপাঠীরা মানববন্ধন করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ি থানার ওসি খন্দকার মহিব্বুর বলেন, ‘১ নভেম্বর শ্বশুর বাড়িতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে থানায়। ময়নাতদন্তে শেষে বলা যাবে, আসলে কীভাবে তিনি মারা গেছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

ইভা মানববন্ধন সেতাবগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর