Tuesday 05 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় ইউপি চেয়ারম্যানসহ কারাগারে ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ২২:৩১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ ১১জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট মো.আশরাফুল ইসলাম আসামীদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চাঁপাইনবাবগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে গত ১ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সাবেক এমপি আব্দুল ওদুদসহ ২৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। সদর উপজেলার বারঘোরিয়া এলাকার ইউসুফ আলী মামলাটি দায়ের করেন।

ওই মামলার এজাহারভুক্ত আসামী বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদসহ ১১ জন আজ মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণভাবে সরকার পতনের আন্দোলন চলছিল। আন্দোলনে যোগ দিতে ছাত্ররা বিভিন্ন জায়গা থেকে শান্তিমোড়ের দিকে আসছিল। ওই সময় আসামিরা অতর্কিত হামলা চালায় এবং তারা ককটেল দিয়ে বিস্ফোরণ ঘটাই।

সারাবাংলা/এইচআই

ইউপি ছাত্র-জনতার আন্দোলন হামলার মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর