Friday 06 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে বিএনপির বহিষ্কৃত নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ২২:৫০ | আপডেট: ৫ নভেম্বর ২০২৪ ২২:৫১

বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত নেতা সজিব তরফদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় সজীবের সঙ্গে একই মোটরসাইকেলে থাকা তার চাচা কামাল হোসেন তরফদার (৬৫) গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার মির্জাপুর জামে মসজিদের কাছে এ ঘটনা ঘটে। সজীব বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। তিনি ডেমা গ্রামের সিদ্দিক তরফদারের ছেলে।

বিজ্ঞাপন

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, ‘এদিন দুপুরেসজিব তরফদার বাগেরহাটে  জেলা বিএনপির কার্যালয়ে ৭ নভেম্বরের অনুষ্ঠানের প্রস্তুতি সভা শেষে ডেমা গ্রামে ফিরছিলেন। তারা দু’টি মোটরসাইকেলে তিনজন ছিলেন। একটি মোটরসাইকেল সজিব চালাচ্ছিলেন। তারা মির্জাপুর জামে মসজিদের কাছে এলে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা সজিবকে গুলি ও কুপিয়ে আহত করে। তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, ‘পুলিশ ঘটনাস্থল থেকে সজিবের লাশ, গুলির খোসা, সজিবের মোটরসাইকেল ও আর দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সজীবের বড় ভাই নাজমুল তরফদার বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ সজীবকে হত্যা করেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কারা রাজনৈতিক প্রতিপক্ষ, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক বলেন, ‘সজীবকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে । জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সজীব ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলেন। এটিও একটি কারণ হতে পারে।’

বিজ্ঞাপন

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, ‘ঘটনাস্থলে পাওয়া বুলেটের খোসা থেকে বোঝা যায়, এটা শটগানের গুলি। ধারণা করছি, শটগান দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। হত্যা নিশ্চিত করতে একাধিক দল ছিল। হত্যাকারীরা মুখোশ পরা ছিল। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। খুব দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

সারাবাংলা/এইচআই

বাগেরহাট বিএনপি সজিব তরফদার

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধে ফেনীর অবদান
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৩

ছাত্র মৈত্রীর গৌরবের ৪৪ বছর
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭

বিষণ্ন মেঘের নিচে কালো রাস্তা
৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৩

আরো

সম্পর্কিত খবর