বাংলাদেশের ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
৫ নভেম্বর ২০২৪ ২৩:০৬ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ০৮:৫৬
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে যাওয়া ১৫টি ডিঙ্গি নৌকাসহ ২০ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম।
তিনি জানান, ‘২টি ইঞ্জিন চালিত নৌকাসহ ১৫টি নৌকা যোগে মোহনায় এরা মাছ ধরতে গেছিল। আরাকান আর্মির সদস্যরা বড় ট্রলার যোগে এসে অস্ত্রের মুখে এদের ধরে নিয়ে যায়। জেলেদের সকলের বাড়ি টেকনাফের সাবারং ইউনিয়নের শাহাপরীর দ্বীপের জালিয়াপাড়ার।’ তবে তিনি সকলের নাম নিশ্চিত করতে পারেননি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. আদনান চৌধুরী বলেন, ‘বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ লোকজন জানিয়েছেন। তা সংশ্লিষ্টকে অবহিত করা হয়েছে।’
এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ‘স্থানীয় লোকজন ও পরিবারের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। বিষয়টি নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
সারাবাংলা/এইচআই