Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমের টানে সিরাজগঞ্জে তুরস্কের যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৪ ২৩:২২ | আপডেট: ৫ নভেম্বর ২০২৪ ২৩:২৩

সিরাজগঞ্জ: ভালোবাসার টানে সাড়ে ৪ হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে বাংলাদেশী তরুণীর প্রেমের টানে তুরস্কের যুবক ছুটে এসেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে। খবর পেয়ে মল্লিকার বাড়িতে ভির করছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের কন্যা মল্লিকা। তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে নিজের আইডিতে ছবি পোস্ট করেন। সেই ছবি দেখে পছন্দ করেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এরপর থেকে শুরু হয় কথা। কথার একপর্যায়ে তাদের মধ্যে শুরু হয় ভাবের আদান প্রদান। দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিতে সাড়ে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত রবিবার (২ নভেম্বর) বাংলাদেশে আসেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। অবশেষে দুই পরিবারের সম্মতিতে মুস্তফা এবং মল্লিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোমবার রাতে।

বিজ্ঞাপন

মুস্তফা ফাইক সাংবাদিকদের জানান, ‘প্রেমের টানে বাংলাদেশে এসেছি। পরিবারের সম্মতিতেই বিয়ে করছি মল্লিকাকে। তাকে বিয়ে করতে পেরে আনন্দিত ও উৎফুল্ল। সেইসাথে বাংলাদেশের মানুষ ও প্রকৃতি অনেক সুন্দর।’

তিন বছরের সম্পর্ক বিয়েতে পরিণতি পাওয়ায় খুশি মল্লিকা। ভিসা প্রসেসিং শেষ হলেই পাড়ি জমাবেন তুরস্কে। মল্লিকার মা ও স্বজনেরা এমন বিয়ে মেনে নিয়ে তারাও আনন্দ প্রকাশ করেছেন।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর