Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকান গণতন্ত্র হুমকির মুখে, বুথ ফেরত জরিপে ভোটাররা

আন্তর্জাতিক ডেস্ক
৬ নভেম্বর ২০২৪ ১০:৫৯

চলতি মার্কিন নির্বাচনে ভোটারদের জন্য গণতন্ত্র এবং অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সাম্প্রতিক এক জরিপে প্রতি পাঁচ জনের মধ্যে তিন জন গণতন্ত্র নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে ‘বুথ ফেরত জরিপ’র এই তথ্য উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভোটারা সবচেয়ে বেশি উদ্বিগ্ন গণতন্ত্র নিয়ে। এর পরেই অর্থনীতি, গর্ভপাত, অভিবাসন এবং পররাষ্ট্রনীতির মতো ইস্যুগুলো স্থান পেয়েছে।

কমলা সমর্থকদের মধ্যে, প্রতি ১০ জনের মধ্যে ছয়জন বলেছেন, গণতন্ত্রের তাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। অন্যদিকে ট্রাম্পের সমর্থনকারী ১০ জনের মধ্যে একজন গণতন্ত্রকে তাদের সিদ্ধান্তের বিষয় বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে ট্রাম্পের সমর্থকরা অর্থনীতিকে তাদের বড় সমস্যা বিসেবে উল্লেখ করেছেন। প্রায় অর্ধেক ট্রাম্প সমর্থক অর্থনীতিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হিসাবে চিহ্নিত করেছেন। আর কমলাকে সমর্থনকারী ১০ জনের মধ্যে একজন এটিকে বড় সমস্যা মনে করেন।

কিন্তু উভয় পক্ষই আমেরিকার গণতন্ত্র সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। জরিপের তথ্য মতে প্রায় তিন-চতুর্থাংশ বলেছেন, তারা মনে করেন গণতন্ত্র ‘খুব’ বা ‘কিছুটা’ হুমকির সম্মুখীন।

জরিপে, ট্রাম্প এবং কমলার সমর্থকদের ১০ জনের মধ্যে সাতজন ভোটার নির্বাচনের ফলাফল নিয়ে সহিংসতার বিষয়ে উদ্বিগ্ন ছিলেন।

বিবিসির মার্কিন সম্প্রচার অংশীদার সিবিএস বলছে, মার্কিন ইতিহাসে ১৯৭০ এর দশকে ভোটারদের সহিংসতার সম্ভাবনা সাথে মিল আছে।

জরিপের তথ্য থেকে আরও জানা যায়, ১০ জনের মধ্যে সাতজন ভোটার বিশ্বাস করেন, নির্বাচন সুষ্ঠু ও নির্ভুলভাবে অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে কমলার সমর্থকেরা ট্রাম্পের সমর্থকদের তুলনায় বেশি আত্মবিশ্বাসী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

মার্কিন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর