Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে যাওয়ার পথে সীমান্তে আটক ভোলার যুবলীগ নেতা

লোকাল করসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ১২:৪৭ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১৪:৩৩

আটক হওয়া যুবলীগ নেতা। ছবি: সারাবাংলা

বেনাপোল: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার পথে ভোলার বোরহান উদ্দিন পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. তাজউদ্দীনকে (৫৩) আটক করেছে ইমিগ্রেশন পুলিশে এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (৬ নভেম্বর ) সকাল সাড়ে ১১ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। তাজ উদ্দিন ভোলার বোরহান উদ্দিন সদর থানা ও ৭নং বোরহান উদ্দিন পৌরসভার আব্দুল গনির ছেলে।

বিজ্ঞাপন

তিনি ভোলার সদর থানার বিস্ফোরক মামলার আসামি। গত ২রা অক্টোবর তার বিরুদ্ধে থানায় মামলা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার ও আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত এক আসামি পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসলে জিজ্ঞাসাবাদ করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে আসামি তাজউদ্দীনের নিজ এলাকা ভোলায় খোঁজ-খবর নিয়ে জানা যায় সে বিস্ফোরক মামলার একজন এজাহার ভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয়। সমস্ত কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হয়েছে। ভোলার সদর থানার পুলিশের কাছে বেনাপোল পোর্ট কর্তৃপক্ষ হস্তান্তর করবেন।

সারাবাংলা/এমপি

বেনাপোল যুবলীগ সভাপতি

বিজ্ঞাপন

শহিদ বুদ্ধিজীবী দিবস আজ
১৪ ডিসেম্বর ২০২৪ ০০:০২

আরো

সম্পর্কিত খবর